আসছে এলবিসি মিডিয়ার প্রথম নির্মিত ওয়েব সিরিজ ‘সিক্স’। যেখানে কাজ করেছেন দেশের একঝাঁক তারকা। তারকায় ঠাসা ছয় পর্বের ওয়েব সিরিজটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এপ্রিলেই। প্রোডাকশন হাউস রেড পেড স্টিডিওর ব্যানারে ওয়েব সিরিজটি তৈরি হয়েছে তানিম পারভেজের পরিচালায়।
‘সিক্স’ এ অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির। এছাড়া অভিনয় করছেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারীসহ অনেকে।
এলবিসির হেড অব অপারেশন অ্যান্ড সেলস্ ওমর ফারুক চৌধুরী জানান, এলবিসি মিডিয়া বাংলাদেশে পথচলা শুরু করে সম্পূর্ণ ভিন্ন দুটি ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাউ ও আড্ডা টাইমসের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে।
তিনি জানান, এলবিসির প্রধান লক্ষ্য বাংলাদেশের কন্টেন্ট আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় ওয়েব সিরিজ ‘সিক্স’ নির্মিত হচ্ছে। ওয়েব সিরিজ ‘সিক্স’ ইন্টারন্যাশালি ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কন্টেন্ট হিসাবে জায়গা করে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওমর ফারুক চৌধুরী।