এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে।
ব্যবসায়ীরা জানান, ভারত সরকার জানুয়ারিতে রফতানির অনুমতি দেয়ার পর পেঁয়াজ আমদানি করে বড় অঙ্কের লোকসান গুনেছেন তারা। এরপর পেঁয়াজ আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
তবে সম্প্রতি বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় আবারো আমদানি শুরু করেছেন তারা। বৃহস্পতিবার হিলিবন্দর দিয়ে মোট ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।