শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘এখন বিদেশ থেকে অধিক শুল্ক দিয়ে আমাদের আর বাস-ট্রাক আমদানি করতে হবে না। বরং আমরাই এখন বিদেশে বাস-ট্রাক রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করব।’
সে সময় তিনি বলেন, ‘এখন থেকে দেশেই তৈরি হবে বিলাসবহুল বাস-ট্রাক।’
বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে ঢাকার ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকার ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে অটোমোবাইল শিল্প উন্নয়নে চূড়ান্ত পর্যায়ে রয়েছে নীতি প্রণয়নের কাজ। শিগগিরই এর খসড়া অনুমোদন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে তা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
এছাড়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করারও আশাবাদ ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।