হাওরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‘হাওরবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম’-এর ব্যানারে আয়োজন করা হয় এই মানববন্ধন।
মানববন্ধনে জেলা শহরে অবস্থানরত হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধানে উদ্বৃত্ত হাওরাঞ্চল। বর্ষায় ফসলহানিতে ক্ষতি শিকার হন দেশের আপামর জনগণ। এখানকার কৃষকদের একমাত্র ফসলের ওপর নির্ভর করতে হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই এটিকে নিয়ন্ত্রণ করতে হলে আলাদা করে মন্ত্রণালয়ের কোনো বিকল্প নেই।
মানববন্ধন চলাকালে বক্তারা হাওরাঞ্চলের উন্নয়নে দ্রুত হাওরবিষয়ক মন্ত্রণালয় গঠনে জোর দাবি জানান।