মহাকাশে না যেতেই পুড়ে গেলে স্পেসএক্সের স্টারশিপ রকেট
মহাকাশের উদ্দেশে পাড়ি জমানোর কিছু সময় পরেই পতন ঘটল স্পেসএক্সের একটি স্টারশিপ রকেটের। এর কিছুক্ষণের মধ্যেই রকেটটিতে আগুন ধরে যায়।
বুধবার (৩ মার্চ) টেক্সাসের বোকা চিকা শহরে স্পেসএক্সের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে গতি পরীক্ষার জন্য রকেটটি পাঠানো হয়। তবে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পরই রকেটটির পাওয়ার ইউনিট বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন নষ্ট হয়ে এটি নিচের দিকে পড়তে থাকে। এ সময় জরুরি অবতরণের চাকাগুলোও কাজ করছিল না বলে জানা যায়। মাটিতে ধসে পড়ার মাত্র আট মিনিটের মাথায় পুরো রকেটটিতে আগুন ধরে যায়। এ নিয়ে স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপর তিনটি প্রয়াসই ব্যর্থ হলো।