নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন টালিগঞ্জের তারকারা। এরমধ্যে অভিনেতা রুদ্রণীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ, পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, শ্রাবন্তীসহ টলিপাড়ার প্রায় দুই ডজন অভিনেতা-অভিনেত্রী মমতার তৃণমূলে, নয়তো মোদীর দল বিজেপিতে নাম লিখিয়েছেন। এই তারকাদের অনেকেই এবার বিধানসভা ভোটে প্রার্থী হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই গুঞ্জনে ঘি পড়ল বুধবার (৩ মার্চ)।
এদিন কালীঘাটে নিজের বাড়িতে ডেকে নব্য অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিক হওয়ার ক্লাস নেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, আগামি ৭ মার্চ ব্রিডেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায় যোগ দিতে পারেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। তার সঙ্গে নাম শোনা যাচ্ছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর। বিজেপির পক্ষ থেকে এমন আভাস পাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আর ভোটে দু’দলের পক্ষ থেকেই নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ তোলা হচ্ছে প্রতিনিয়ত।
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবির বিষয়ে প্রশ্ন রেখে বলেন, আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, তার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কথা বলেন বিলবোর্ডে থাকা মুখ্যমন্ত্রী মমতার ছবি নিয়ে।
এদিকে ২৭ মার্চ প্রথম দফা ভোট গ্রহণের আগে সহিংসতা রুখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরই মধ্যে দেশটির আধাসামারিক বাহিনী টহল দিতে শুরু করেছে। কলকাতা শহরেও টহল শুরু করেছে নিরাপত্তা বাহিনী।