প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে 'বেপজা অর্থনৈতিক অঞ্চল' প্রতিষ্ঠার জন্য বেজা ও বেপজা’র মধ্যে উন্নয়ন চুক্তি সই করার অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৩ মার্চ) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ৭ম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
সভায় অনুমোদিত অন্য দুটি প্রস্তাব হল:
খাদ্য অধিদপ্তরের অধীনে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ শেষে আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নিয়োগের লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিদত্বের ভিত্তিতে 'Equip, Operate and Maintenance of Patenga Container Terminal on PPP Model' প্রকল্প গ্রহণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
এদিন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ৮ম সভায় ১৯৯ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৮৯৯ টাকা ব্যয়ে হাতে নেয়া প্রকল্পের দু'টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাব:
শিল্প মন্ত্রণালয়ের অধীনে মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১ম সংশোধিত প্রকল্পের মাটি ভরাট (ভূমি উন্নয়ন ও পুকুর খনন করে মাটি ভরাট) কাজ সরাসরি ক্রয় (DPM) পদ্ধতিতে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডকে কাজ করার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৩ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩১৯ টাকা।
বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক 'শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)' প্রকল্পের প্যাকেজ নং-G-48'র Lot-5'র আওতায় ১৩০ কিলোমিটার 11kV ও 33kV Underground Cable ৭৫ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকায় পলি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেয়া হয়েছে।