মারা গেলেন জ্যামাইকার প্রখ্যাত সংগীতশিল্পী বানি ওয়েলার
‘দ্য ওয়েলারস’ ব্যান্ডের সর্বশেষ সদস্য জ্যামাইকার কিংবদন্তি বানি ওয়েলার ৭৩ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (২ মার্চ ) প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ম্যানেজার এবং জ্যামাইকার সংস্কৃতিমন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত বছর জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বানি ওয়েলার ১৯৪৭ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার ঝুলিতে রয়েছে ৩টি গ্রামি এবং জ্যামাইকার ‘অর্ডার অব মেরিট’ পুরস্কার।