ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে এক যুগেরও বেশি সময় আগে দাফন করা দুই ব্যক্তির মৃতদেহ কাফনের কাপড় পড়ানো অবস্থায় যেমন দাফন করা হয় ঠিক তেমনি পাওয়া গেছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ইলিশা সড়কের বড় করার কাজের জন্য ৯ নং ওয়ার্ডের দেলু সাহেব বাড়ির দরজার আব্দুর রহমান সিকদার বাড়ী জামে মসজিদের কবর থেকে দাফনকৃত ২ ব্যক্তির মতৃদেহ উত্তোলন করা হলে এই দৃশ্য দেখা যায়।
১৬ বছর পূর্বে দাফন করা ব্যক্তি স্থানীয় চৌকিদার বাড়ীর মুকবুল আহম্মদ চৌকিদারের ছেলে, মো. কাঞ্চন চৌকিদার। ১২ বছর পূর্বে দাফন করা অপর ব্যক্তি মো. হোসেন সিকদার। তিনি কাচিয়ার বাসিন্দা এবং স্থানীয় চৌকিদার বাড়ির বেয়াই।
এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনা শুনে স্থানীয় জনতাসহ বিভিন্ন জায়গা থেকে জনতা ভিড় জমায়। পরে মৃতদেহ দুটি কবর থেকে তুলে পর্যায়ক্রমে যোহরের আগে মরহুমের আত্মীয়-স্বজনরা পূণরায় অন্য কবরস্থানে দাফন করেন।
এসময় স্থানীয়রা বলেন, ওই মৃত দুই ব্যক্তি ছিলেন সহজ, সরল, নামাজি। তাই মহান আল্লাহ তায়ালা তাদেরকে প্রকৃত বান্দা হিসেবে জান্নাতি মেহমান করে রেখেছেন।
স্থানীয় যুবক আরিফ তালুকদার বলেন, এমন একটা চাঞ্চল্যকর ঘটনা দেখে আমি খুবই অবাক হয়েছি, তিনি নিশ্চয়ই আল্লাহর একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি। মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করুক। আর ঘটনা থেকে সকল মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত বলে মনে করি।