মাঠের খেলায় অহরহ রেকর্ড আর অর্জন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তিনি শুধু মাঠেই নন, মাঠের বাইরেও সমান জনপ্রিয়। এবার তা আরও স্পষ্ট হলো। মাঠের বাইরেও নতুন এক রেকর্ড গড়লেন জনপ্রিয় তারকা কোহলি। এবার রেকর্ড গড়লেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। বলিউডের অনেক বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা এখন তার।
মাঠের খেলায় কোহলি সেঞ্চুরির দেখা পেয়েছেন অনেকবারই। এবার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার দিক দিয়েও শতক ছাড়িয়ে গেলেন ভারতীয় অধিনায়ক। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন ১০০ মিলিয়ন বা ১০ কোটি। যা কিনা ভারতের সেলেব্রেটিদের মধ্যে সবচেয়ে বেশি।

কোহলির পর এই তালিকায় রয়েছেন বলিউডের রনভীর সিং, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া। তবে অবাক করার বিষয় হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনেক পিছিয়ে আছেন কোহলির চেয়ে। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা কোহলির প্রায় অর্ধেক।
প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৬০.৮ মিলিয়ন। দীপিকার ফলোয়ার সংখ্যা ৫৩.৩ মিলিয়ন, রনভীরের ৩৪.৭ মিলিয়ন। এছাড়া নরেন্দ্র মোদির ফলোয়ার ৫১.২ মিলিয়ন।

এদিকে, বিশ্বের অন্যান্য তারকাদের তালিকায় কোহলির অবস্থান চতুর্থ। ক্রীড়া তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর। তার ফলোয়ার সংখ্যা ২৬৫ মিলিয়ন। এরপর আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যার ফলোয়ার ১৮৬ মিলিয়ন। তিন নম্বরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৪৭।