বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রাখায় আনন্দ মিছিল করছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (০২ মার্চ) দুপুরে মিছিলটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এসময় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পরে সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করলেও একটি মহল দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও শহীদ মিনার প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতারা এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বলেন, টানা তিনবারের ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পক্ষে এসব অর্জন সম্ভব হয়েছে।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমাদের অপেক্ষার পালা শেষ। উন্নয়নশীল বাংলাদেশ দেখার জন্য আমাদের আর অপেক্ষা করতে হবে না। যখনই দেশের কোনো সুখবর পাওয়া যায় তখনই একটি দলের চুলকানি শুরু হয়।
মিছিলে কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ মহানগর ও বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।