সেনা অভ্যুত্থানের এক মাস পেরিয়ে গেলেও, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে বহু হতাহতের পর ক্রোধ যেন আগুনে রূপ নিয়েছে বিক্ষোভকারীদের। মঙ্গলবারও (০২ মার্চ) মিয়ানমারের বিভিন্ন শহরে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গেল কয়দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও দেশটির প্রধান শহরগুলোতে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে, বাধা দেয় দাঙ্গা পুলিশ। এতে, মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়, ইয়াঙ্গুন ও দাওয়েই শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিনও বিক্ষোভকারীকে লক্ষ্য করে টিয়ার শেল ও ফাকা গুলি ছুঁড়তে দেখা যায় পুলিশকে। এতে, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সাধারণ মানুষ।
এদিকে প্রায় এক মাস ধরে চলা শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎ করেই কঠোর অবস্থানে যাওয়া সামরিক সরকারকে সময় মতো উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমার জান্তা সরকারের সাম্প্রতিক কার্যক্রমে নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানিসহ আরও বেশ কয়েকটি দেশ।