নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০২ মার্চ) সকালে ঢাবির কলা ভবনের বটতলায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আয়োজন শুরু হয়। পরে অগ্নিঝরা মার্চের নানা প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, একাত্তরের ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার গণ দাবি আরো জোরালো হয়। একটি পতাকা পুরো বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছিল।