সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচী হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১ মার্চ) পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে ভিক্টোরিয়া পার্ক হয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। অপরদিকে দুপুরে জর্জকোর্ট এলাকায় বিক্ষোভ করে জবি ছাত্রদলের আরেক গ্রুপ। পৃথক বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল। আরো উপস্থিত ছিলেন- সাইফুল হক তাজ শাহাদাৎ হোসেন, মো. নাহিদ চৌধুরী, মো. শাহরিয়ার হোসেন, ওয়াহিদুজ্জ্বামান তুহিন, জাহিদ ভুইয়া, আজিজুর রহমান, আসলাম শেখসহ ২৫-৩০ জন নেতাকর্মী।
আসলাম হোসেন/