বার্সাগেট কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। সোমবার (০১ মার্চ) স্থানীয় সময় সকালে ক্লাবটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
এছাড়া ক্লাবটির প্রধান নির্বাহী অস্কার গ্রাউ, ক্লাবের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা রোমান গোমেজ পন্তি এবং বার্তোমেউয়ের উপদেষ্টা জাউমে মাসফেরারকেও গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলারদের নেতিবাচকভাবে উপস্থাপন করতে আই ত্রি ভেঞ্চার নামের একটি সোশ্যাল মিডিয়া কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করে বার্তোমেউ প্রশাসন।
ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে গার্দিওলা, মেসি, জাভি, জেরার্ড পিকে, কার্লোস পুয়োলদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বাজে মন্তব্য করতে থাকে সেই কোম্পানিটি।
গেলো বছরের জুলাইয়ে কাতালান পুলিশ বিভাগ প্রথমবারের মতো অভিযান চালায় বার্সেলোনা ক্লাবে। আই ত্রি ভেঞ্চারকে ২ লাখ ইউরো অর্থ পরিশোধের চালান পেয়েছিলো পুলিশ। পরে দুর্নীতি ও তহবিল লোপাটের অভিযোগে তদন্ত শুরু হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এই ঘটনার নাম দিয়েছিল ‘বার্সাগেট’।