অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর। চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরেই করা হয় এই আয়োজন। লাল গালিচার পরিবর্তে ভার্চুয়াল পর্দাতেই সমবেত হন মনোনীত তারকারা। আর পুরো আয়োজন সফল করতে বেভারলি হিলসের বন্ধ দরজার আড়ালে মঞ্চে ছিলেন কেবল দুই উপস্থাপক।
এবারের আসরে ড্রামা এবং কমেডি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিয়েছে যথাক্রমে নোমাডল্যাণ্ড এবং বোরাত ছবি দুটি।
ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। তারার আলো আর হাজারো ক্যামেরার ফ্ল্যাশে আলোকিত হয়নি বেভারলি হিলস। তবে তাতে যেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আবেদন একটুও কমেনি। বরং নিউ নরমালের কায়দা মেনে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই আয়োজিত হলো এবারের আসর।
জনপ্রিয় দুই কমেডি তারকা টিনা ফেই আর অ্যামি পোয়েলারের সঞ্চালনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন মনোনীত তারকারা।
এবারের আসরে ড্রামা এবং কমেডি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিয়েছে যথাক্রমে 'নোমাডল্যাণ্ড' এবং 'বোরাত' ছবি দুটি। নোমাডল্যান্ড চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারও ঘরে তুলেছেন ক্লোয়ি ঝাও। একইসঙ্গে এ ছবিতে অভিনয় করে ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মরণোত্তর অ্যাওয়ার্ড পেয়েছেন ব্ল্যাক প্যান্থারখ্যাত চাডউইক বোজম্যান। আর একই বিভাগে 'দ্যা ইউনাইডেট স্টেটস ভার্সাস বিলি হলিডে' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নিবার্চিত হয়েছেন আন্দ্রা ডে।
অন্যদিকে, বোরাত ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য কমেডি বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এব্রিটিশ অভিনেতা সাচা ব্যারন কোহেন। আর 'আই কেয়ার এ লট' ছবিতে অভিনয় করে রোসামান্ড পাইক জিতেছেন সেরা কমেডি অভিনেত্রীর পুরষ্কার।
ব্রিটিশ কমেডি অভিনেতা সাচা ব্যারন কোহেন বলেন, এটা স্বীকার করতেই হবে আমার প্রিয় সহকর্মীকে ছাড়া এই ছবিটি করা সম্ভবই হতো না। অবশ্যই আমি রুডি জুলিয়ানির কথা বলছি। একটা ছবি দিয়েই সে কমেডি জিনিয়াসে পরিণত হয়েছে।
পুরো আয়োজনটি সফল করতে বেভারলি হিলসের বন্ধ দরজার আড়ালে মঞ্চে ছিলেন কেবল দুই উপস্থাপক। বিগত আসরের মতো এবারও বর্ণবাদ নিয়ে আওয়াজ তোলেন বেশ কয়েকজন তারকা।
এছাড়া, হলিউড-পাড়ায় বৈষম্য দূর করার আহ্বান জানান আজীবন সম্মাননা পাওয়া জেন ফন্ডাও।