সুনামগঞ্জে নির্মাণাধীন কুন্দানালা সেতুর একটি গার্ডার লাগানোর সময় পুরো সেতুর দুই পাশের আরও ৪টি গার্ডার ধসে পড়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। ব্রিজ মেরামতের কাজ শুরু করতে অন্তত একমাস সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও গ্রামের পাশে কুন্দানালা খালের নির্মাণাধীন সেতুতে গার্ডার লাগানোর সময় একটি গার্ডার ধসে যায়। পরে সেতুতে থাকা সবগুলো গার্ডার বিকট শব্দ করে খালে দেবে যায়। স্থানীয়দের অভিযোগ কাজের নিম্নমানের কারণে এমনটা হয়েছে।
এলাকাবাসী জানায়, বিকট শব্দ শুনে আমরা এলাকার মানুষ আতঙ্কে ছিলাম। পরে এসে দেখি ব্রিজটা ভেঙ্গে পড়েছে। দুর্বল কাজ করার কারণে ব্রিজ ভেঙ্গে পড়েছে বলছে স্থানীয়রা।
দুইটি প্যাকেজে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্পে মোট ১১০ কোটি টাকা ব্যয়ে ৭টি ব্রীজের নির্মাণ কাজ পায় এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তাদের দাবি, হাইড্রোলিক জ্যাকের তার ফেঁটে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। কাজে কোন ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন তারা।
এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে আমরা খুবই সচেতন। সড়ক ও জনপথ থেকে রেগুলার তদারকি করা হয় এমনকি বুয়েট থেকে ম্যাটারিয়ালস টেস্ট করে এখানে ব্যবহার করা হয়। এখানে গাফিলতির কোনও সুযোগ নেই দাবি ওই কর্মকর্তার।
এ ঘটনায় সরকারের কোন ক্ষতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পুনঃনির্মাণ করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ঠিকাদার আবার পুনরায় নির্মাণ করে দেবে। কেননা কাজের কোনও বিল দেয়া হয়নি। কাজ পরিপূর্ণ করার পর এটার বিল পরিশোধ করা হবে। এতে সরকারের কোনও আর্থিক ক্ষয়ক্ষতি হবে না। ক্ষতি যা হয় ঠিকাদার কোম্পানির হয়েছে। তারা পুনরায় নির্মাণ করে দেবে বলেও জানান তিনি।
এ ঘটনায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের।