জামালপুরে নদীভাঙা কর্মহীন ২১টি পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন দিয়েছেন জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হোসনে আরা।
সোমবার (১ মার্চ) দুপুর ১ টায় ইসলামপুর উপজেলার কিংজল্লা গ্রামে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া ২০টি সেলাই মেশিন হতদরিদ্র কর্মহীন নারীদের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংসদ সদস্য হোসনে আরা।
এ সময় সংসদ সদস্য দরিদ্র ভ্যানচালকের কলেজ পড়ুয়া মেয়েকে নিজ খরচে একটি সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন পেয়ে খুশি উপজেলার গুঠাইল নদী ভাঙনের শিকার মালেদা বেগম। দুই ছেলে দুই মেয়ের মাজেদার সংসারে একমাত্র উপার্জনকারী তার কৃষক স্বামী।
নদী ভাঙনে আশ্রয়হীন হয়ে পড়া মাজেদা বেগম সেলাই মেশিন পেয়ে তার অনুভূতি প্রকাশ করে জানান, ২ ছেলে ২ মেয়ের সংসারে অভাব অনটন লেগেই থাকে তার। ইচ্ছে থাকলেও অর্থাভাবে ছেলে মেয়েদের লেখাপড়া করানোর সামর্থ নেই।
তিনি জানান, সংরক্ষিত মহিলা এমপি সেলাই মেশিন দেয়ায় তা দিয়ে আয় করে ছেলে মেয়েদের পড়াশুনা করাবেন।