পারিবারিক বিরোধের জেরে নেত্রকোনায় ভাতিজার লাঠির আঘাতে ৭৭ বছর বয়সী চাচি নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, পালপাড়া গ্রামে ক্রয়কৃত বাড়ি নিয়ে বৃদ্ধার ছেলে নাজিম উদ্দিনের সাথে চাচাতো ভাই সুভাষ ফকিরের পারিবারিক বিরোধ চলছিলো।এরই জের ধরে বাড়ি দখল করতে গেলে সোমবার (১ মার্চ) দুপুরে বিরোধ শুরু হয়।
নাজিমের চাচাতো ভাই সুভাষ ফকির তার স্ত্রী সন্তানসহ অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাজিম উদ্দিনের ছেলে হৃদয়ের উপর হামলা চালায়। পরে ওই বৃদ্ধা তার নাতিকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আক্রমণ করে লাঠি ও অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিনের বৃদ্ধা মা নিহত হন।
আহত হৃদয়কে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে এম মনিরুল ইসলাম। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি।