মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যখন ১৭ কোটি বাংলাদেশি প্রস্তুতি নিচ্ছেন, তখন সুবর্ণজয়ন্তী উদযাপনের সেই রঙ যেন গায়ে মাখলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। প্রথা ভেঙে বাংলায় দেশবাসীকে স্বাধীনতার ৫০ বছরের শুভেচ্ছা জানান হাইকমিশনার।
তিনি বলেন, ১৯৭১ সালে ভারত ও বাংলাদেশের মাঝে যে বন্ধুত্বের শুরু হয়েছিল, তা আজও অব্যাহত। আর এ যাত্রাকে আরও অংশীদারমূলক, সুন্দর ও মসৃণ রাখতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান ভারতীয় হাইকমিশনার।
সোমবার (০১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ মাসটি একসঙ্গে উদযাপন করতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন বিক্রম কে দোরাইস্বামী। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ অংশীদারিত্ব বজায় রাখতে চেষ্টা করবেন বলেও জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী দিনগুলোতে ভারত সব সময় বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করবে যে তারা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র।
বাংলাদেশের গণমাধ্যম ভারতের অংশীদার উল্লেখ করে হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ও অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত সরব ও শক্তিশালী। আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা ও সম্পর্ক ধরে রাখতে চাই।
শুরুর মতো সবাইকে চমকে দিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ‘জয় বাংলা’ দিয়ে। প্রত্যাশা করেন বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব চিরজীবী হবার।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক ও মিডিয়া কমিটির আহ্বায়ক মাঈনুল আলম, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।