টেবিলের দুয়ে ওঠা হলো না লেস্টার সিটির। শুরুতে পিছিয়ে পড়লেও, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।
ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে টেবিলের দুই নম্বরে ওঠার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেয় লেস্টারসিটি। লক্ষ্যের পথে শুরুটা ছিল আশা জাগানিয়া।
৬ মিনিটে লিড নেয় দ্য ফক্সরা। টিয়েলমান্স গোল করে ১-০'তে এগিয়ে নেন দলকে। মিকেল আর্টেটা শিবিরে পয়েন্ট খোয়ানোর শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। সুযোগটা পেয়েছিল ১৪ মিনিটে। পেনাল্টি পায় গানাররা। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই পেনাল্টি। ফলে সমতায় ফেরা হয়নি তাদের।
প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা শেষ হয় ৩৯ মিনিটে। সমতায় ফেরানোর নায়ক ডেভিড লুইজ। উইলিয়ানের পাস থেকে দারুণ এই গোল করেন ব্রাজিলিয়ান। মিনিট চারেকের অপেক্ষায় এগিয়ে যায় আর্সেনাল। শুরুতে পেনাল্টি না দিলেও, ভিএআরে পেনাল্টি পায় গানাররা। লাকাজেত্তে গোল করে ২-১'য়ে এগিয়ে নেন দলকে।
বিরতির পর আবারও আর্সেনাল ঝলক। এবার স্পট লাইটে পেপে। দারুণ নৈপুণ্যে গোল করেন। ৩-১' এগিয়ে যায় গানাররা। বাকি সময়টায় লিড আরও বড় করার চেষ্টা করেছে সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে ঐ ৩-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে আর্টেটা শিষ্যরা।