শোবিজের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনা এসেছেন তিনি। সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
থ্রিলার গল্পে নির্মিত ‘এ পারফেক্ট মার্ডার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহাদী হাসান। ‘এ পারফেক্ট মার্ডার’ প্রযোজনা করেছে ফিল্মকাস্ট। পরিচালনা করেছেন আশ্বাস এম এ চৌধুরী।
নতুন কাজটি প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘এতে প্রথমে আমাকে বাংলাদেশের সাধারণ এক নারী হিসেবে দেখা যাবে, যারা কর্মক্ষেত্রে প্রায়ই যৌন হয়রানির শিকার হয়। পরবর্তী সময়েই আমার ভিন্ন রূপ দেখবেন দর্শকরা।’
নির্মাতা জানান, স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটির শুটিং গত মাসের শেষ সপ্তাহে সম্পন্ন হয়েছে। এখন চলছে এর পোস্ট প্রডাকশনের কাজ। এটি শেষ হলেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘এ পারফেক্ট মার্ডার’।