ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জর্ডানের রাজার গোপন বৈঠক
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইজরাইলি গণমাধ্যম ইয়েদিয়থ আহনোরোথ এ সংবাদ প্রকাশ করেছে। গণমাধ্যমটিতে জর্ডানের রাজার সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রীর ওই গোপন বৈঠকটি জর্ডানে হলেও কবে হয়েছে তা উল্লেখ করা হয়নি।
ইসরাইলের আসন্ন জাতীয় নির্বাচনে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি থেকে নির্বাচন করবেন প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ। পত্রিকাটির খবরে বলা হয়, দলটির শীর্ষ নেতাদের এ গোপন বৈঠকের কথা জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বেনি গান্টজ বলেন, আম্মানের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কারণে।
এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিও একাধিকবার জর্ডানের রাজার সঙ্গে দেখা করেছেন। তবে এসব গোপন বৈঠক নিয়ে মুখ খোলেনি জর্ডানের কর্তৃপক্ষ। ১৯৯৪ সালে ইসরাইলকে স্বীকৃতি দেয় জর্ডান।