পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পাইপলাইন পরিবহনকারী ট্রাক্টরের চাপায় তানভীর (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (০১ মার্চ) সকাল ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু তানভীর যতনপুকুরী এলাকার তাহিরুলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১১টায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ চলছিল।
পাইপলাইন বহনে অস্থায়ীভাবে একটি রাস্তা তৈরি করে কাজ করে শ্রমিকরা। শিশুটি সেই রাস্তায় খেলা করার সময় হঠাৎ পাইপলাইন বহনকারী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তানভীর মারা যায়।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওরঙ্গজেব এক শিশু নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।