অসময়ে ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (০১ মার্চ) সকাল ৯টার দিকে মাঝ পদ্মা থেকে ৪টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী সময় নিউজকে জানান, ঘন কুয়াশার কারণে শীত শেষে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও দুই দিন ফেরি বন্ধ ছিল। তবে ফেরি চলাচলরত অবস্থাতেই সোমবার সকালে আবারও অসময়ের ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছিল। এক ঘণ্টা পর আবারো কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চালু করা হয়।
তিনি জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি এখন চলাচল করছে। সকালে ঘন কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলচাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে।
ফেরিতে আধুনিক ফগলাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগলাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পারি দিতে বেগ পেতে হচ্ছে।
এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিডবোট এবং ট্রলার সবই চলাচল বন্ধ।