হবিগঞ্জে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক সেলিমসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম ১৩ হাজার ৩২২ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট। বিএনপি প্রার্থীসহ বাকি ৪ মেয়র প্রার্থীই নিজেদের জামানত হারিয়েছেন।
রোববার রাত ৮টা ৪৪ মিনিটে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীদের এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এনামুল হক সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সামছুল হুদা পেয়েছেন ৮৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার পেয়েছেন ২৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী পারভেজ হাসান পেয়েছেন ২৪৮ ভোট।
হবিগঞ্জ পৌরসভায় মোট ভোট পড়েছে ২৯ হাজার ৬টি। মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় এই চার প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানায় জেলা নির্বাচন কমিশন।