বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন অসুস্থ। তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে আছে যে, অস্ত্রোপচার প্রয়োজন। রোববার (২৮ ফেব্রুয়ারি) নিজের টাম্বনাল ব্লগে এ কথা জানিয়েছেন বিগ বি।
৭৮ বছর বয়সী অভিনেতা লিখেছেন, মেডিক্যাল কন্ডিশন.. সার্জারি.. কান্ট রাইট।
ধারণা করা হচ্ছে, তার শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে বিস্তারিত লিখতেও পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর প্রকাশ হতেই উদ্বিগ্ন তার ভক্তরা। তার শারীরিক অবস্থা আসলে কতটা খারাপ তা নিয়েই মূলত উদ্বেগ। অনেকেই সুপারস্টারের আরোগ্য কামনায় পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমগুলোতে।
সুজিত সরকারের কমেডি ছবি 'গুলাবো সিতাবো'-তে সবশেষ দেখা গেছে অমিতাভ বচ্চনকে। ছবিতে ছিলেন আয়ুষ্মান খুরানাও। ছবিটি আমাজম প্রাইমে মুক্তি পায়। বিগ বি অভিনীত আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি দুটি হল- ব্রহ্মাস্ত্র ও চেহরে।
গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে ভর্তি ছিলেন। ২৩ দিন ভুগিয়েছিলো করোনা। সেই সময়ে অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই ও আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।