ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৬০ কৃষকের প্রায় ৫০ বিঘা জমির পানবরজ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মতিয়ার রহমান নামের এক পানচাষী জানান, হঠাৎ করে শীতলী গ্রামের মাঠের পানবরজে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই গ্রামের ঝন্টু হোসেন, মতিয়ার রহমান, রতন আলী, মশিউর রহমান, সিদ্দিক হোসেন ফজলে করিম, সেলিম হোসেন, কুরবান আলী টুলু হোসেনসহ প্রায় ৬০ জন কৃষকের ৫০ বিঘা জমির পানবরজ।
আগুনে ক্ষতিগ্রস্ত পানচাষী সেলিম হোসেন বলেন, ‘আমারসহ আমাদের এলাকার পানচাষীরা শ্যাষ। সরকার যদি আমাগের পাশে না দাঁড়ায় তালি আমরা আর চলতি পারব নারে। তাই সরকার যেন আমাগের দিকে একটু তাকাই।’
এ ব্যাপারে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আয়ুব হোসেন চৌধুরী বলেন, পান ক্ষেতে যাওয়ার কোনও রাস্তা না থাকায় সেখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল। প্রাথমিকভাবে মনে করছি ধূমপানের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ ও টাকার বিষয়টি এখন নিরূপণ করা যায়নি। বিস্তারিত পরে জানানো যাবে।