স্ত্রীর অন্য কোথাও সম্পর্ক আছে শুধু এই সন্দেহের বশেই হত্যা করলেন স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাসন্তী হাইওয়েতে।
পুলিশ এসে রাস্তা থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। এ সময় ধরা পড়েন স্বামী। জীবনতলা থানার সরবেরিয়ায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ির সিটে রক্তের দাগ দেখে আটকায় পুলিশ। পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন ওই ব্যক্তি।
বৃহস্পতিবার বাসন্তী হাইওয়ে থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে বাসন্তী হাইওয়ের কয়লাডিপোর কাছে দেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ।
নিহত নারীর মাথায় ও দেহের অন্যান্য জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি খুন। যদিও দুর্ঘটনার জেরেও এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ ছিল। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
জিনিউজ