রাজধানীর মানিকদীতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসমত আলী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
তার বাবা আজমত আলী জানান, গতরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মানিকদী বাজারে আসমত গুলিবিদ্ধ হন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অস্ত্রোপচার করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনো অভিযোগ বা মামলা দায়ের করেনি আসমতের পরিবার। পরিবারের ধারণা, রাজনৈতিক কারণে পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহত আসমতের স্বজন ও অনুসারীরা উপস্থিত থাকলেও এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।