দেশে চিকিৎসকের ঘাটতি মেটাতে করোনাকালে অনুষ্ঠিত হলো ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হয়। এতে অংশ নেন ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এ বিসিএসের আবেদন শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর এবং শেষ হয় ২৭ ডিসেম্বর। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হয়। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২ হাজার জনকে নিয়োগ দেয়া হবে। গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার আশা পরীক্ষার্থীদের।
কয়েকজন তরুণ চিকিৎসক জানান, এটা চিকিৎসকদের বিশেষ বিসিএস; যেটা অনেক গুরুত্বপূর্ণ। করোনার মোকাবিলায় চিকিৎসক সংকট। সেজন্য আমাদের অনেক চিকিৎসক প্রয়োজন। আমরা যারা পরীক্ষা দিচ্ছি যদি সুযোগ হয়। তাহলে চিকিৎসা সেক্টরে ভালো অবদান রাখবো।