চুয়াডাঙ্গায় ধান বীজের দাম পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধান বীজের দাম ৪৫ করার দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এ কর্মসূচি পালন করেন বিএডিসি চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ চাষী ফোরাম।
এদিন দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষে হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএডিসি চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ চাষী ফোরাম দাবি করেন, করোনাকালে বীজ নিয়ে আমাদেও নানা সংকটে পড়তে হয়। যাতে লোকসান হয় অনেক। এবার সরকারী ভাবে আমন বীজের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ টাকা কেজি। এ দামে বীজ সরবরাহ করলে লোকসান হবে। তাই বীজের দাম ৪৫ টাকা পুনঃনির্ধারণের দাবি করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ চাষী ফোরামের সকল সদস্যরা।