ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সিনেমা নিয়ে যতটা না আলোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা হয় একে অপরে কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে। এরমাঝেই শাপলা মিডিয়া একশটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। অন্যদিকে এই ঘোষণাকে ইঙ্গিত দিয়ে চিত্রনায়ক শাকিব খান একশ সিনেমার প্রযোজককে স্টুপিড বলে আখ্যায়িত করেন সংবাদ সম্মেলনে। শাকিবের এমন মন্তব্যে চটেছেন ঢাকাই সিনেমার চলচ্চিত্র নির্মাতার। তাদের তালিকায় রয়েছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, জাকির হোসেন রাজুসহ আরো অনেকে।
শাকিবের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খান। তিনি বলেন, শাকিব খান যে মন্তব্য করেছেন তা সত্যিকার অর্থে একজন নাবালক ছেলের মতো। কারণ তার বোঝা উচিত ছিল তিনি কি বলছেন। একজন সুপারস্টার তার জায়গা থেকে এইভাবে অফিসিয়ালি কথা বলতে পারেন না। তাছাড়া আমার সিনেমার বাজেট কত সে বিষয়েও আমরা কোনো কথা বলিনি। আমার সিনেমায় ওপার বাংলার প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা, রজতাভ দত্তসহ আরো অনেকে কাজ করবেন। তাছাড়া আমাদের দেশের সাইমন, মাহি, নিরব থেকে শুরু করে অনেকেই কাজ করবেন। এই সিনেমাগুলো যারা নির্মাণ করবেন তারা কিন্তু এ দেশের গুণী নির্মাতা। তাই আমি বলব শাকিব খান যেভাবে কথা বলেছেন তা তার সাথে যায় না। শাকিব খান এখনো নাবালক থেকে সাবালক হতে পারেননি। তাই এই কথাগুলো তিনি বলেছেন। আমি মনে করি সময় হলে তিনি যে ইঙ্গিত করে কথা বলেছেন তা নিজেই বুঝতে পারবেন।
একশ সিনেমার নির্মাণের ঘোষণার বিষয়ে নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা তা সবারই জানা। সেই মুহূর্তে সেলিম খান এগিয়ে এসেছেন তা আমাদের চলচ্চিত্রের জন্য সৌভাগ্যের। তার কারণে অনেক পরিচালক, শিল্পী কলাকুশলীরা কাজে নেমে পড়তে পেরেছেন। আমি মনে করি সিনেমার বাজেট নির্ভর করে সিনেমার গল্পের উপর। এখনো সিনেমা মুক্তিই পেলো না তা হলে কিভাবে শাকিব বলতে পারে যে সিনেমা নিম্নমানের হচ্ছে। আর শাকিব যে কথাটি বলেছেন, তার একটি ভালো সিনেমা দিয়ে সিনেমা চলবে তা ওর বোকামি কথা। আসলেই সবভালো মন্দ মিলেই একটা ইন্ডাস্ট্রি টিকে থাকে।
জীবন সংসার খ্যাত নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, কখনো কোনো দেশে সব সিনেমায় অনেক বেশি বাজেটের হয় না। ১০টি ভালো বাজেটের মধ্যে ১০টি কম বাজেটের সিনেমাও থাকে। সবমিলেই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি টিকে যায়। আমি বলব আমরা নিজেরাই কাদা ছোঁড়াছুঁড়ি না করে সিনেমার দিকে মন দিই। আমরা নিজেরাই নিজেদের মধ্যে কথা বলা নিয়ে যে সমস্যার তৈরি করছি তা আমাদের বোঝা দরকার। কারণ আমরা কথা যে যাই বলি না কেন সেটা কিন্তু সবার কাঁধেই চলে আসে।
সম্প্রতি ১০০টি সিনেমা নির্মাণ করার বিশাল পরিকল্পনার ঘোষণা দেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সবগুলো সিনেমার কাজ বছরজুড়েই চলবে। বৈচিত্র্যময় গল্পে ভিন্ন ভিন্ন পরিচালক ও শিল্পীদের সমাহারের মধ্য দিয়ে নির্মাণ হবে সিনেমা। চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন করে ১০টি সিনেমার শুটিং শুরু হয়েছে। এই মুহূর্তে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘কমান্ডো’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।