আসল দলিল ঘষামাজা করে নকল দলিল তৈরি সেই দলিল আদালতে উপস্থাপন করে জায়গা জমি দখল। চক্রের ৪ জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, প্রতারণার কাজে তারা ব্যবহার করত পুরনো দলিল। এদিকে, ভুয়া মেজর পরিচয় দিয়ে চাকরি ও বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
১৯৪৭ থেকে ১৯৭১ এবং ১৯৭১ থেকে বর্তমান সময়ের বিভিন্ন দলিল সংগ্রহ করতো একটি চক্র। পরে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে পুরোনো লেখা বদলে জাল দলিল তৈরি করাই ছিল তাদের মূলকাজ।
চক্রের ৩ জনকে গ্রেফতারের পর সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে জমি সংক্রান্ত দেওয়ানি মামলাবাজদের পক্ষে জাল দলিল দিয়ে আদালতে মামলা মোকদ্দমাও করত।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সহস্রাধিক সরকারি স্ট্যাম্প ও মূল্যবান দলিল জালকরণের উপকরণ।
এদিকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও বিদেশ পাঠানোর নামে প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
এ চক্রের ১ জন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলেও জানান তিনি। এ চক্রটি বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে নিরীহ মানুষের কাছে হাতিয়ে নিয়েছে ৪৭ লাখ টাকা।
চক্রটি কি পরিমাণ লোকের সাথে প্রতারণা করেছে তার তথ্য সংগ্রহ করছে পুলিশ।