কোর্সে ফিরেই বাজিমাত করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। জিতে নেন প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের ট্রফি।
করোনাভাইরাসের কারণে লম্বা সময় বল গড়ায়নি কোর্সে। অনুশীলন করার সুযোগও পাননি গলফাররা। তবে নিজেদের চেনা আঙিনায় ফিরেই, দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন সবাই। আর্মি গলফ কোর্সে টুর্নামেন্টের শেষ দিনে এসে শিরোপা নিশ্চিত করেন সিদ্দিক।
তৃতীয় রাউন্ডে সাতটি বার্ডি এবং চারটি বোগি করেন তিনি। পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন সিদ্দিক। প্রথম দুই রাউন্ডে ভালো খেললেও শেষ রাউন্ডে এসে হতাশ করেছেন জামাল এবং আকবর। পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় জামাল হোসেন মোল্লা। আর এক শট কম খেলে তৃতীয় হয়েছেন আকবর।