ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৪১ শরণার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
এতে বলা হয়, লিবিয়া থেকে অন্তত ১২০ জন শরণার্থী নিয়ে ইউরোপে যাচ্ছিল ওই নৌকাটি। ভূমধ্যসাগরে কিছু দূর যাওয়ার পরেই নৌকাটি ডুবে যায়। অন্য একটি জাহাজ এসে বাকিদের জীবিত উদ্ধার করলেও ৪১ জনকে পাওয়া যায়নি। মৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, প্রায় ১৫ ঘণ্টা ধরে নৌকাতে থাকা যাত্রীরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য চাইতে থাকেন। এই সময়ের মধ্যেই ছয়জন পানিতে পড়ে মারা যায়। দূরে একটি নৌকা দেখতে পেয়ে সাঁতার কেটে সেখানে যাওয়ার চেষ্টা করে অপর দুজনের মৃত্যু হয়।
এই ঘটনার তিন ঘণ্টা পর ভস ট্রিটন নামের একটি জাহাজ নৌকাটির কাছে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কঠিন এবং জটিল উদ্ধার অভিযানের সময় আরও বেশ কয়েকজন প্রাণ হারায়।