সুন্দর পরিবেশে টিকা নিতে পেরে খুশি তারা। সারাদেশে গণহারে চলছে করোনার টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভিড় করছেন টিকা নিতে ইচ্ছুক সাধারণ মানুষ।
যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মোবাইল ফোনে বার্তা পেয়েছেন, তারাই টিকা নিতে পারছেন। সময় যত যাচ্ছে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নেয়ার আগ্রহ বাড়ছে।
সুশৃঙ্খল ও নারী পুরুষের একাধিক বুথ থাকায় কম সময়ের মধ্যে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। টিকা নিতে আগ্রহী প্রায় ৩৯ লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন।