বিনিয়োগের টাকা ৩০ মাসে দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল একটি আবাসন কোম্পানি। গেল দেড় বছরে পাঁচ শতাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
প্রতি লাখ বিনিয়োগে মাসে লাভ ৬ হাজার ৩০০ টাকা। লাভের আশায় কথিত এসএস আবাসন কোম্পানিতে ৪ লাখ টাকা বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল আইয়ূব হোসেন।
ভুক্তভোগী আইয়ুব হোসেন বলেন, আমি এমডির বউয়ের অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে টাকা জমা দিয়েছি। আমি শেষ। আমার জন্য কিছু করেন।
কয়েকজনের অভিযোগের পর তদন্ত শুরু করে সিআইডি। আবাসন কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার কথা বলে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিতো। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।
সিআইডি'র অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পূর্বাচলে তাদের প্লট দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে। গত দেড় বছরে ৬ থেকে ৭ কোটি হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
তিনি আরো বলেন, ভুক্তভোগীদের বলা হয়েছে লাখে ৬৩০০ টাকা লাভ দেবে। এভাবে কোটি কোটি হাতিয়ে নিয়েছে চক্রটি।
চক্রের মূল হোতা এখনো পলাতক। এখন পর্যন্ত সিআইডির তদন্তে ঐ কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।