ফুলে ফুলে ছেয়ে গেছে চীনের বিভিন্ন শহর। বসন্তের শুরুতেই ফোটা চেরি ও প্লাম ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। গাছে গাছে চেরি ফুলের এই শোভা বলে দেয় বসন্ত এসে গেছে। চীনের অন্যান্য শহরের তুলনায় মধ্য চীনের উহান ইউনিভার্সিটিতে সবার আগে ফুটেছে চেরি ফুল। ফুলের সৌন্দর্যে মোহনীয় এক রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস।
চেরি ফুলের গোলাপি আভায় মুগ্ধ স্থানীয়রা। চলতি পথে ফুলের সৌন্দর্য উপভোগে একবার না দাঁড়ালেই নয়। গেল বছর চীনের এই উহান শহর থেকেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। লকডাউনের কবলে পড়ে বসন্তের অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হন উহানবাসী। এবার তাই একটু বেশি আগ্রহ নিয়েই বসন্ত ও ফুলের স্নিগ্ধতা উপভোগ করছেন তারা।
সিচুয়ান প্রদেশেও সফেদ প্লাম ফুল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বসন্তের সৌন্দর্য। আর তা উপভোগে প্রদেশটিতে ভিড় করছেন পর্যটকরা। ট্রেনে ভ্রমণের সময়ও বসন্তের প্রথমেই ফোটা এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন যাত্রীরা।