সৈয়দা তিথি অমনি। ২০১৬ সালে ইন্দো বাংলা বিউটি কনটেস্ট বিজয়ী। চট্টগ্রামে মেয়ে অমনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত অনেক দিন ধরেই। কাজ করেছেন দেশের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবে। এবার বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন তিনি।
সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় ‘নবনীতা’ চরিত্রে দেখা যাবে তাকে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রাসেল রানা। ৩ কোটি ৫০ লাখ টাকা বাজেটের এ সিনেমার চিত্রায়ণ শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে।
জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’।
‘নবনীতা’ চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? জানতে চাইলে সময়নিউজকে অমনি বলেন, এক বছর আগে চুক্তি করেছিলাম ‘এমআর নাইন’ সিনেমার জন্য। করোনার কারণে সেটি শুটিং পিছিয়ে যায়। ‘এমআর নাইন’ সিনেমায় যে চরিত্রে অভিনয়ের কথা ছিল সেটিই করছি ‘মাসুদ রানা’ সিনেমাতে। এ চরিত্রের জন্য টানা দুই মাস আমাকে বিভিন্ন প্রস্তুতি নিতে হয়েছে। ফাইট, চেজ ট্রেনিং থেকে শুরু করে আরও অনেক ট্রেনিং করতে হয়েছে।’
অমনি জানান, অডিশন দিয়ে ‘মাসুদ রানা’ সিনেমার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। থ্রিলার গল্পে কাজের আগ্রহ থেকেই অডিশন দিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ‘ব্যাড বয়েজ’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ‘মাসুদ রানা’ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তিনি।
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও ইন্দোনেশিয়ার বিভিন্ন লোকেশন চিত্রায়ণ হবে সিনেমাটির।