ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দিশেহারা ইংলিশ ব্যাটসম্যানরা। গোলাপি বলে দিবারাত্রির এই টেস্টে শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। উইকেটে আসা যাওয়ার মিছিলে তেমন কোন ব্যাটসম্যানই ঘুরে দাঁড়াতে পারেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১০০ রান।
আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় ২ রানেই ব্রেক থ্রু এনে দেন ইশান্ত শর্মা। ব্যক্তিগত শূন্য রানে তার বলে আউট হয়ে ফিরে যান ওপেনার ডম সিবলি। সুবিধা করতে পারেননি জনি বেয়ারেস্টাও। তিনিও রানের খাতা খোলার আগেই পরাস্ত হয়েছেন। প্যাটেলের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রাউলি। ৫৩ রান করে ফিরে যান ক্রাউলি। তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক জো রুটের ব্যাট থেকে আসে ১৭ রান।
এরপর উইকেটে থিতু হতে পারেননি কেউই। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত সবাই। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল আর রবীচন্দ্র অশ্বীনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ের ইংলিশ ব্যাটসম্যানরা। দলীয় শতরানের আগেই ৮ উইকেট হারিয়ে বসে তারা। ক্রাউলি, রুটের পর একমাত্র জোফরা আর্চার পেরুতে পেরেছেন দুই অঙ্কের ঘর।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল নিয়েছেন ৪টি উইকেট। অশ্বিনের শিকার ৩টি আর ইশান্ত শর্মা নিয়েছেন ১টি উইকেট।
চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে।