অনেক বাধা-বিপত্তির পর ফরহাদের সঙ্গে বিয়ে হয় বীথির। বিয়ের পর শ্বশুরবাড়ি আসে রানুর বোন বীথি। বিয়ের শর্ত অনুযায়ী, বীথির সঙ্গে বড় বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। কিন্তু দুই বোনের একই ছাদের নিচে সংসার করাটা সুখকর হয় না। দুই বোনের মাঝে ঝামেলা তৈরি করতে চলে নানা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে দুই বোনের লড়াইকে কেন্দ্র করেই এগিয়ে যায় ‘মান অভিমান’ ধারাবাহিকের গল্প।
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। সম্প্রতি ৬০০ পর্ব অতিক্রম করেছে নাটকটি। শুরু থেকে এ নাটকে ‘রানু’ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। তবে এখন থেকে তাকে দেখা যাবে না। তার পরিবর্তে নতুন মুখ এসেছে নাটকটিতে। ‘রানু’ চরিত্রে দেখা যাবে শাকিলা আক্তারকে। এমনটাই জানা গেছে টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগ সূত্রে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হবে শাকিলার নতুন যাত্রা। জনপ্রিয় এ ধারাবাহিকটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সময়নিউজকে এ অভিনেত্রী বলেন, ‘দীপ্ত টেলিভিশনের একটি অডিশনের ব্যাপারে জেনে অডিশন দিলাম। কয়েক দফা অডিশন, সাক্ষাৎকার দেওয়ার পর ধারাবাহিকটির সঙ্গে যুক্ত হয়েছি। তারপরের অনুভূতি খুব ভালো। আমার ব্যক্তিগত চরিত্রের ঠিক উল্টো একটি চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটি খুবই সহজ সরল, বোকা, স্থির একটি মেয়ে। আশা করি দর্শক আমাকে গ্রহণ করবে।’
জেন অস্টেনের ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ উপন্যাসের অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান। সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। জনপ্রিয় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন আশিস রায়। ‘মান অভিমান’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক প্রমুখ।