কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এরশাদ আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি এবং পুলিশ।
গ্রেপ্তারকৃত এরশাদ আলীকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সোহেলী।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কাশিপুর ইউনিয়নের অনন্তপুর খামারটারী গ্রামের আব্দুল হালিমের পুত্র এরশাদ আলীর বাড়িতে তল্লাসী চালানো হয়। এ সময় ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে এসআই এনামুল হক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার এরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বুধবার সকালে কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর পার্শ্ববর্তী বড়ইতলা এলাকা দিয়ে বস্তায় ভরে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির অনন্তপুর বিওপির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর বস্তার ভিতর থেকে ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে ওই এলাকার দায়িত্বে থাকা বিজিবি'র লালমনিরহাটস্থ ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম জানান, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো জব্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।