এতো দ্রুত সময়ের মধ্যে সারাদেশের মানুষ একযোগে করোনার ভ্যাকসিন নিচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করে এসব কথা বলেন তিনি।
এসময় করোনার এই প্রতিষেধক টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে সময়মতো গ্রহণ করতে অনুরোধ করেন শামীম ওসমান।
টিকা গ্রহণের পর শামীম ওসমান সাংবাদিকদের আরও জানান, সারাবিশ্বে এখনও ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান বলে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য জানান, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের কোথাও কারও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে এই টিকা গ্রহণ করার তাগিদ দিয়ে পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এছাড়া মহামারির সময় থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও আশ্বাস দেন সংসদ সদস্য শামীম ওসমান।