নেত্রকোনায় করোনাকালীন সময়ে সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলার আসামি জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের মফিল উদ্দিনের ছেলে। চাল আত্মসাৎ মামলার একমাত্র গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল। তিনি জানান, গত বছর করোনাকালীন সময়ে জামাল উদ্দিনের বাড়িতে দুই বস্তা সরকারি বরাদ্দকৃত চাল পাওয়া যায়। পরে ভূমি সহকারীর নেতৃত্বে চাল জব্দ করে সরকারি আইনে মামলা দেয়া হয়।
মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলেও জানান ওসি।