কক্সবাজার দুদকের কাছে আটকের ঘটনায় নেত্রকোনার এলএ শাখার সার্ভেয়ার কেশব লাল দেবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি গত ২২ জানুয়ারি সাপ্তাহিক ছুটিতে নেত্রকোনা ত্যাগ করেছিলেন। এরপর থেকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত নেত্রকোনা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এ বিষয়ে জেলা ভূমি কর্মকর্তা (এলএ শাখা) মাহমুদা আক্তার জানান, কোন ছুটি নেননি তিনি। এমনকি তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে কক্সবাজার স্থানীয় পত্রিকার বরাতে জানতে পারি গত ২৩ জানুয়ারি দুদকের কাছে আটক হয়েছেন সার্ভেয়ার কেশব লাল দেব। এছাড়া তার আর কোনো খবর জানি না।
বৃস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান আটকের কারণে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারে আটকের পর থেকেই তাকে বরখাস্ত রাখা হয়েছে। তিনি শুধু একটি ভাতা তুলতে পারবেন।
এদিকে কক্সবাজার ও নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেশব লাল দাস সাবেক কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ছিলেন। পরে গত বছরের ৪ অক্টোবর যোগ দেন নেত্রকোনা জেলা সদরে। তার বর্তমান ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিনসেট বিল্ডিং উত্তর বাড়ি। পৈত্রিক ও স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দেবীদ্বার থানার কোরপাই জাফরপুর গ্রাম। পিতার নাম কাশী নাথ দেব।
দুর্নীতির অভিযোগে গত ২৩ জানুয়ারি দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কেশব লাল দেবের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছেন।
জানা গেছে, বিভিন্ন কৌশলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি নজরে আসার পর দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামে। পরে মোহাম্মদ ওয়াসিম নামের ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ারকে নগদ টাকাসহ আটক করে। তার তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই মো. সেলিম উল্লাহ, ৩ আগস্ট মোহাম্মদ কামরুদ্দিন ও সালাহ উদ্দিন নামের তিন দালালকে আটক করে দুদক। আটককৃতদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে প্রায় দেড়শ দালালের নাম ওঠে আসে। যারা প্রত্যেকেই ভূমি অধিগ্রহণ অফিসের দালাল হিসেবে চিহ্নিত ও প্রতিষ্ঠিত।
এদের প্ররোচণায় এবং সার্বিক সহযোগিতায় এবং অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে সার্ভেয়ার কেশব লাল দেব, কানুনগো ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিলে কয়েক কোটি টাকা অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে একজনের টাকা অন্যজনকে দিয়ে দেয়। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের অধীনে যে সকল ক্ষতিপূরণের মামলা ছিল সব কয়টি ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ করতেন সার্ভেয়ার কেশব লাল দেব।