নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ১২ বছর বয়সী এক ছাত্রী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বড়াইগ্রাম উপজেলার জুয়াড়ী ইউনিয়নে কৈডিমা গ্রামে এ ঘটনা ঘটে।
ইউএনও ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের এক কৃষক তাঁর ১২ বছরের মেয়ের সঙ্গে পাশের উপজেলার এক ছেলের বিয়ে ঠিক করেন। বৃহস্পতিবার রাতেই এ বিয়ে হওয়ার কথা ছিল।
বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, বিয়ের খবর পেয়ে আমরা মেয়ের বাড়িতে যাই। ইউএনও জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মেয়েটির বড় বোন মোছা. রেশমা খাতুন (২৪) এবং দুলাভাই সাদ্দাম হোসেন (২৮) কে বিশ হাজার টাকা জরিমানা করেন। এবং মেয়েকে ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা আদায় করেন।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় ওই জরিমানা করা হয়েছে।