শারীরিক সুস্থতা ও মানুষিক প্রশান্তি আল্লাহর অপার অনুগ্রহ। ইসলাম শরীর সুস্থ রাখার জন্য মানুষকে জোর তাগিদ দেয়। আবার কোনোক্রমে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহণেও উদ্বুদ্ধ করে। চিকিৎসা গ্রহণ না করে জীবন শেষ করাকে সমর্থন করে না। বর্তমানে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের টিকা গ্রহণে অনেকেই অনীহা প্রকাশ করছে। তাদের জেনে রাখা উচিৎ ইসলাম সর্বদা চিকিৎসা গ্রহণ করতে বলে। চিকিৎসা ছাড়া মারা যাওয়াকে সমর্থন করে না।
আরো পড়ুন: শুক্রবারের কিছু আমল ও ফজিলত
চিকিৎসা গ্রহণ সম্পর্কে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি, যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত। -সুরা বনি ইসরাঈল, আয়াত ৮২।
অন্য আয়াতে আরো এসেছে, ‘আর যখন আমি অসুস্থ হই, তখন শুধু তিনিই আমাকে আরোগ্য দান করেন।’ -সুরা শুআরা,আয়াত ৮০।
রোগ-ব্যাধি আল্লাহ দান করেন। তিনিই মানুষকে রোগ থেকে মুক্ত করেন। আবার তিনিই রোগের প্রতিষেধক সম্পর্কে কোরআনে ঘোষণা করেছেন,‘আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন পাহাড়, গাছ ও উঁচু চালে আবাসস্থল তৈরি কর, তারপর সব ধরনের ফল থেকে খাও আর আপন পালনকর্তার উম্মুক্ত পথসমূহে চলাচল কর। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’ -সুরা নাহল, আয়াত ৬৮-৬৯।
আরো পড়ুন: বলাৎকার নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি
চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করতে হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি; শুধু বার্ধক্যরোগ ব্যতীত।’ -আবু দাউদ, হাদিস নং ৩৮৫৫।
আমাদের দেশে করোনার টিকা ইতোমধ্যে এসেছে, ডাক্তারদের উচিৎ ভালো করে যাচাই-বাছাই করে সেগুলো রোগীদের শরীরে দেওয়া। কোনো রকম পর্যবেক্ষণ ছাড়া না দেওয়া। যদি কোনো ডাক্তার করোনার টিকা যাচাই না করে রোগীদের দেয়; তাহলে এর দায়ভার তার।
আরো পড়ুন: ঋণমুক্ত হওয়ার দোয়া ও আমল
হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি কোনো রোগের চিকিৎসা করে, অথচ তার প্রতিষেধক তার জানা নেই সে দায়ী বলে গণ্য হবে।’- সুনানে নাসায়ি, হাদিস নং ৪৭৩০।
সর্বপরি অসুস্থ হলে ভেঙে পড়া যাবে না। ধৈর্য ধরতে হবে। চিকিৎসা গ্রহণ করতে হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ-কষ্টে ফেলেন। - বুখারি, হাদিস নং ৫৬৪৫।
আরো পড়ুন: কম খরচের বিয়েতে বেশি কল্যাণ
লেখক : মুহাদ্দিস, খাদিমুল ইসলাম মাদরাসা কামরাঙ্গীর চর, ঢাকা।