পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চান মমতা বন্দোপাধ্যায়। তাই তিনি কথায় কথায় জয় বাংলা স্লোগান দেন বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই অভিযোগ করেন তিনি। পোস্টে জয় বাংলাকে ‘ইসলামিক বাংলাদেশের’ জাতীয় স্লোগান বলেও উল্লেখ করেছেন তিনি।
ফেসবুকে একটি গ্রাফিক্স পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সেই গ্রাফিক্সে তিনটি ঘটনার ছবি রয়েছে। প্রথমটি, তৃণমূলের নির্বাচনী প্রচারে বাংলাদেশী অভিনেতা ফেরদৌসের উপস্থিতি, যা নিয়ে ২০১৯ সালে তীব্র বিতর্ক হয়েছিল। দ্বিতীয় ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার, যা ‘ইসলামিক বাংলাদেশ’-এর জাতীয় স্লোগান বলে উল্লেখ করেছেন দিলীপ। আর তৃতীয় ছবিটি ২০২০ সালে, বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান-এর কলকাতায় দুর্গাপূজা উদ্বোধনের ছবি।
এই তিনটি ছবি পোস্ট করে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মমতা গ্রেটার বাংলাদেশ গঠনের লক্ষ্যে লড়াই করছেন। সেই কারণেই তার মুখে ‘ইসলামিক বাংলাদেশ’ এর স্লোগান শোনা যাচ্ছে।
আগামী বছর পশ্চিমবঙ্গের আগামী বিধান সভা নির্বাচন সামনে রেখে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিরোধ তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে মমতাকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসার লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। অন্যদিকে বিজেপির উত্থান ঠেকাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস।
দিলীপ ঘোষের ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায় বলেছেন, ‘এটা এতটাই হালকা যে এর প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।’
তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রচলনের যে চেষ্টা চালাচ্ছে তা নিন্দনীয়।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস