তুষারপাত কেবল মানুষ নয়, পশুপাখিদের মধ্যেও ছড়িয়ে দেয় আনন্দ। শুভ্র তুষারে মানুষের মতো পশুপাখিরাও মেতে ওঠেন খেলাধুলায়। এমনই এক দৃশ্যের দেখা মিললো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায়। সেখানে তুষারপাত শুরু হলে বরফ নিয়ে খেলতে শুরু করে কয়েকটি হাতি।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মঙ্গলবার শুরু হয় বিরল তুষারপাত। রোদ ঝলমলে দিনের বেলাতেই ঝরতে থাকে শ্বেতশুভ্র তুষার। আর এতেই অ্যারিজোনার রেইড পার্ক চিড়িয়াখানার কয়েকটি হাতি মেতে উঠে আনন্দে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পেনজি নামের একটি হাতি-শাবক প্রথম বরফের মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায়ে সে মাটিতে লুটোপুটিও খায়।
পেনজির আনন্দ দেখে তার বড় বোন নান্দিও খেলতে ছুটে আসে। তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি হাতি।
শুকনো মৌসুম শেষে অ্যারিজোনা অঙ্গরাজ্যে তুষারপাত এমনিতেই এনে দিয়েছে স্বস্তি। সেই সঙ্গে বরফ নিয়ে হাতিদের এই খেলাধুলা স্বস্তির মাত্রা যেন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।